অতিরিক্ত মাউথওয়াশ ব্যবহারে বাড়তে পারে মুখ ও গলার ক্যানসারের ঝুঁকি৷ গবেষকেরা জানিয়েছেন যারা দিনে অনন্ত তিন বা তার বেশি সংখ্যাক বার মাউথওয়াশ ব্যবহার করেন তাদের ক্ষেত্রেই ওই ধরনের ক্যানসারে আক্রান্ত হওয়ার সম্ভবনা অনেক বেশি৷ গবেষণায় দেখা গেছে মুখের খারাপ স্বাস্থ্য ও নিয়মিত ডেন্টাল চেকআপ বাড়ানোর ফলেও মুখ ও গলায় ক্যানসারের ঝুঁকি বাড়ে৷ জার্মানির বেরমেন ইন্সটিটিউট ফর প্রিভেনশন রিসার্চ অ্যান্ড সোশ্যাল মেডিসিনের অধ্যাপক উল্ফগ্যাঙ্গ আ্যাহরেন্স জানিয়েছেন, মাউথওয়াশের অতিরিক্ত ব্যবহারের ফলেই...

